করোনার সম্পদ ই-কমার্স : টিপু মুনশি
করোনার বিপদ-কে সম্পদ হিসেবে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, দুর্মুখেরা অনেক সমালোচনা করেন। বলার জন্যই তারা বলেন। তবে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশকে মডেল বলে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ‘ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইসিএমএ) ২০২৩’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
টিপু মুন্সি বলেন, করোনা অনেক ক্ষতি করলে ও বিপদ দিলেও একটা সম্পদ দিয়ে গেছে। ডিজিটাল ক্ষেত্রে, ই-কমার্স ক্ষেত্রে আমরা একটা জাম্প দিতে শিখেছি। তখন দেশের বিভিন্ন প্রয়োজনে ই ক্যাবকে আমরা পাশে পেয়েছি। স্মার্ট বাংলাদেশ সফল বাস্তবায়নের অন্যতম কারিগর তারা।
বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, যখন পেঁয়াজের দাম ২০০ টাকা উঠে গেলো, আমরা টিসিবির পেঁয়াজ ই ক্যাবের মাধ্যমে অনলাইনে দিলাম। কোরবানির পশু অনলাইনে বিক্রি শুরু করলাম। তবে এই পথে আমাদের আরও দূর যেতে হবে। এছাড়াও করোনার শুরুর বছর, যেবার কোরবানীর গরু অনলাইনে বিক্রি শুরু হয়। সেবার প্রথম গরুটা আমার কাছে গছিয়ে দিয়া হয়। নিলাম, একলাখ টাকার বেশি পরিশোধও করলাম। কিন্তু দিন যায় গরু আর পাই না। গরু কোথায় গেল? পরে বলা হলো আপনার গরুটা বিক্রি হয়ে গেছে। পরে অন্য একটা গরু পাই, সঙ্গে একটি খাসিও।
এজন্য ই-কমার্স খাতের জন্য দ্রুততম সময়ে একটি স্মার্ট লজিস্টিক ট্রাকিং সিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক।
ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোস্তাফা কামাল, আইসিটি সচিব মোঃ শামসুল আরেফিন, ডব্লিউটিও মহাপরিচালক হাফিজুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিদেশি অতিথি, ই-ক্যাব সহ সভাপতি সাহাব উদ্দিন শিহাব, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল, যুগ্ম-সম্পাদক নিসিমা আক্তার নিসা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, ই-ক্যাব পরিচালক ও ইকমা-২০২৩-এর আহ্বায়ক খন্দকার তাসফিন আলম ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।







